আন্তর্জাতিক

সার্বভৌমত্বে আঘাত সহ্য করা হবে না : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরান সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় প্রয়োজন হলে সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তিনি এসব বলেন। তিনি বলেন, ওয়াশিংটন জাতিসংঘ সনদ ও পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির (NPT) মৌলিক নীতিমালা ভঙ্গ করেছে। 

শনিবার (২১ জুন) দিবাগত রাতে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান অঞ্চলে অবস্থিত পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

বিবৃতিতে আরাগচি বলেন,ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক প্রকল্পগুলোতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের রেজুলেশনকে সরাসরি উপেক্ষা করেছে। একটি স্থায়ী নিরাপত্তা পরিষদ সদস্য দেশের কাছ থেকে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।

 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #ইসরাইল #যুক্তরাষ্ট্র