ইরানে পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলায় ইরান ইসরাইলের চলমান সংঘাতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এই হামলার পাল্টা জবাবের হুমকি দিয়েছে ইরান। এরই মধ্যে ইসরাইলের বিমানবন্দর কর্তৃপক্ষ নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে।
রোববার (২২ জুন) এক বিবৃতিতে ইসরাইলি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশটির আকাশসীমা বন্ধ থাকবে।
ইরানের সঙ্গে সংঘাতের ‘সাম্প্রতিক পরিস্থিতিতে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মিশর আর জর্ডানের সঙ্গে স্থল সীমান্ত ক্রসিংয়ে স্বাভাবিক কার্যক্রম চলবে।
এদিকে ইরানে আকাশেও বন্ধ করে বিমান চলচল। বিমানগুলো ইরান, ইরাক, সিরিয়া ও ইসরাইলকে পাশ কাটিয়ে বিকল্প পথে যাতায়াত করছে।
এমএ//