আন্তর্জাতিক

ইরানকে আলোচনার আহ্বানে আব্বাস আরাগচির কড়া জবাব

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর তার দেশকে আলোচনায় ‘ফিরতে’ ইউরোপীয় কর্মকর্তাদের আহ্বানের জবাব দিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তুলেছেন, ‘ইরান যেটা ছেড়ে আসেনি, সেখানে ফিরবে কীভাবে?’

আব্বাস আরাগচি লিখেছেন, ‘গত সপ্তাহে, আমরা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা এগিয়ে নিচ্ছিলাম, তখন ইসরায়েল তা ভেস্তে দেওয়ার পথ বেছে নেয়। এরপর এ সপ্তাহে এসে, আমরা ইইউর (ইউরোপীয় ইউনিয়ন) সঙ্গে বসেছিলাম। তখন যুক্তরাষ্ট্র সেই কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে দেওয়ার পথ বেছে নেয়।’

ওই পোস্টে আরাগচি আরও লেখেন, কাজেই আপনি কী উপসংহার টানবেন? যুক্তরাজ্য এবং ইইউর উচ্চ পর্যায়ের প্রতিনিধির কাছে, ইরানকে আলোচনার টেবিলে ‘ফিরে আসতে হবে’ বলা হচ্ছে— কিন্তু ইরান কীভাবে এমন কিছুতে ফিরে যেতে পারে, যা কখনও ছেড়ে আসেনি, কিংবা ভেস্তে দেয়নি?’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ বলেছেন, আমরা ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসতে এবং চলমান সংকটের অবসান ঘটাতে কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানাচ্ছি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #আব্বাস আরাগচি