জাতীয়

আগামী মাস থেকে ভাতা পাবেন ‘জুলাই-যোদ্ধারা’ : মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছেন, চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাই-যোদ্ধারাআগামী মাস (জুলাই) থেকে মাসিক ভাতা পাবেন। পাশাপাশি আজীবন সরকারি মেডিক্যাল হাসপাতালগুলোতে বিনা খরচে চিকিৎসা পাবেন তারা।

সোমবার (২৩ জুন) সচিবালয়ে নিজ অফিস কক্ষে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করতে ৫৪ বছর লেগেছে। কিন্তু আমরা (বর্তমান অন্তর্বর্তী সরকার) মাত্র সাত-আট মাসের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ-যোদ্ধা ও আহতদের চূড়ান্ত তালিকা করেছি। এটাই বর্তমান সরকারের আন্তরিকতা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। আগামীতেও আহত যোদ্ধারা যাতে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী চাকরি বা ব্যবসা-বাণিজ্য করতে পারেন, সেভাবে তাদের পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হচ্ছে।

উপদেষ্টা জানান, জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের জন্য ইতোমধ্যে আলাদা অধিদফতর স্থাপন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১০তলায় এ অধিদফতরের জন্য ২০ জন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে অধিদফতর থেকে জুলাই যোদ্ধাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সার্বক্ষণিক কাজ করা হচ্ছে।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, স্বীকৃতিপ্রাপ্ত জুলাই-যোদ্ধারাক্যাটাগরি অনুযায়ী এককালীন ও মাসিক ভাতা পাবেন। জুলাই অভ্যুত্থানের শহীদদের জুলাই শহীদএবং আহতদের জুলাই-যোদ্ধাহিসেবে স্বীকৃতি দিয়ে নাম ঘোষণা করা হয়েছে। আহত জুলাই যোদ্ধারা ’, ‘বিএবং সি’—তিন ক্যাটাগরিতে মাসিক ভাতা পাবেন। ক্যাটাগরি মাসে ২০ হাজার টাকা, ‘বিক্যাটাগরি মাসে ১৫ হাজার এবং সিক্যাটাগরি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন। সে অনুযায়ী সনদ ও পরিচয়পত্র দেওয়া হচ্ছে।

আই/এ