ক্রিকেট

পন্তকে তিরস্কার করলো আইসিসি

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করায় ঋষভ পন্তকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসির জানিয়েছে, পন্ত লেভেল ওয়ান পর্যায়ের নিয়ম লঙ্ঘন করেছেন। 

চলমান হেডিংলি টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ড দলের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় আম্পায়াররা বল না পাল্টানোর সিদ্ধান্ত নেন। পন্ত এতে সন্তুষ্ট হতে পারেননি। অসন্তোষ প্রকাশে আম্পায়ারদের সামনে বল মাটিতে ছুড়ে মারেন।

আইসিসি ‘প্লেয়ার্স অ্যান্ড প্লেয়ার্স সাপোর্ট পার্সোনেল’ আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন পন্ত। এই অনুচ্ছেদে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করা।’ এর পাশাপাশি পন্তের শৃঙ্খলা রেকর্ডে ১টি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। গত ২৪ মাসে এই প্রথম এমন ঘটনা ঘটালেন পন্ত।

 

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পন্ত