উত্তর নেতা কিম জং-উন বলেছেন, পারস্পরিক সহযোগিতার কারনে উত্তর কোরিয়া এবং রাশিয়ার যৌথ সমৃদ্ধি, উন্নয়ন এবং জনগণের কল্যাণ হচ্ছে।
রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী ওলগা লিউবিমোভার সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। ওলগার নেতৃত্বে একটি রুশ সাংস্কৃতিক প্রতিনিধি দল রোববার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে গেলে এই আলোচনা হয়। রাশিয়া–উত্তর কোরিয়া সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির প্রথম বার্ষিকী উপলক্ষে এই সফরের করা হয়।
জুন মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের ধারাবাহিকতায় এই সফর হয়েছে।