সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ‘বিনিয়োগের সুযোগ- সুবিধা, অধিকার এবং বাধ্যবাধকতা ‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।
স্থানীয় সময় সোমবার (৩০ জুন) রিয়াদ বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন।
বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ড. মোহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন মিশন উপপ্রধান এস এম নাজমুল হাসান, মিনিস্টার (কন্স্যুলার) মো. মোশারফ হোসেন, শ্রম কাউন্সিলর মোহাম্মদ রেজা ই- রাব্বিসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী। এছাড়াও উপস্থিত ছিলেন সৌদিতে বিনিয়োগকারী বাংলাদেশি এবং গণমাধ্যমকর্মীরা।
সেমিনারে ইকোনমিক কাউন্সিলর ড. মাহবুবুর রহমান এবং এ এস ট্রাভেল এন্ড ট্যুরিজম এর ম্যানেজিং ডিরেক্টর শামিম আল আমিন যৌথভাবে বাংলাদেশিদের সৌদিতে বিনিয়োগের সুযোগ- সুবিধা, অধিকার, এবং বাধ্যবাধকতা সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেন।
সৌদি আরবে রপ্তানি হওয়া ও রপ্তানির চাহিদায় থাকায় বাংলাদেশি পণ্যের তালিকা, প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে করনীয় এবং সৌদি ট্রেড মার্কেটে বাংলাদেশের অবস্থান সম্পর্কে একটি গবেষণা মূলক তথ্য সেমিনারে উপস্থাপন করা হয়।
প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন আইয়ুব ফাস্ট ট্রেডিং কোম্পানির ব্যবস্থাপনা পারিচালক(এমডি) মো. আইয়ুব, সানসিটি মেডিক্যাল সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন, গণমাধ্যমকর্মী সাংবাদিক রস্তম খানসহ অন্যান্য কোম্পানির বিনিয়োগকারীগণ।
এমআর//