নারী ও শিশু

নারী ও শিশু নির্যাতন মহামারি পর্যায়ে পৌঁছেছে : সমাজকল্যাণ উপদেষ্টা

ফাইল ছবি

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, দেশে বর্তমানে নারী ও শিশু নির্যাতন মহামারি পর্যায়ে পৌঁছেছেগত ২০ থেকে ২৯ জুন পর্যন্ত ২৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের শিকারদের মধ্যে ১২ জনের বয়স ছয় বছরের নিচে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সচিবালয়ে সারা দেশে অব্যাহত নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নিপীড়ন বন্ধে গৃহীত পদক্ষেপের বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন,  আমরা তো খুব উঁচু গলায় বলি, আমরা ধর্মভীরু জাতি। ৬০ বছরের বুড়ো কী করে একটি ছয় বছরের মেয়ের গায়ে হাত দিতে পারে! আমি ৪০ বছর ধরে নারী ও শিশু নির্যাতন নিয়ে কাজ করছি। সরকার এসেছে সরকার গেছে, কেউ কিন্তু এটা সামাল দিতে পারেনি। এর বড় কারণ হচ্ছে রাজনীতি ও মাদক। আর একটা বড় কারণ হচ্ছে আমরা আমাদের তরুণ, বাচ্চা ছেলে-মেয়েদের ঠিকমতো মানুষ করতে পারছি না

তিনি বলেন, কিছুদিন আগে আমার কাছে একটা অভিযোগ এসেছে, অভিযোগ শুনে আমি হাত পা ছেড়ে দিয়ে ভাবছিআমি এটা নিয়ে কী করবো! ১০ বছরের একটি বাচ্চা আড়াই বছরের একটি মেয়েকে ধর্ষণ করেছে। এটাকে আমি কী করে ধর্ষণ বলি? এটা আমি কোন ভাষায় ব্যাখ্যা করবো? তার যে মানসিক বিকৃতি ঘটছে, আমরা যারা দায়িত্বশীল তারা কী করছি? আমরা এ শিশুদের প্রোটেকশন দিতে পারছি না

নারীদের প্রতি সহিংসতা বন্ধে নিজ মন্ত্রণালয় কর্তৃক পদক্ষেপ নেয়া হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, নির্দিষ্ট বয়সসীমার নিচে কেউ যেন পর্ণ সাইটে ঢুকতে না পারে এ বিষয়ক আইনি দাবি তোলা হচ্ছে। নারী ও শিশুনির্যাতন প্রতিরোধে উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে কুইক রেসপন্স টিম গঠন করা হচ্ছে

শারমিন মুরশীদ বলেন,  নারী ও শিশু নির্যাতন রোধে সচেতনতা সৃষ্টিতে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ৫ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়া হবে৭০ শতাংশ মেয়ে এবং ৩০ শতাংশ ছেলেকে এ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষিত এ ছেলে-মেয়েরা মাঠ পর্যায়ে কুইক রেসপন্স টিমের সঙ্গে কাজ করবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #শারমীন এস মুরশিদ