আন্তর্জাতিক

পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে ১৯ জনের প্রাণহানি

বায়ান্ন আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টির কারণে ঘরবাড়ি ধস ও পানিতে ডুবে ১৯ জনের মৃত্যু হয়েছে। বেলুচিস্তান, খাইবার পাখতুনখওয়া, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি এসব অঞ্চলে ক্ষয়ক্ষতি মারাত্মক আকার ধারণ করেছে।

সোমবার (০৭ জুলাই) পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানিয়েছে, আগামী ১০ জুলাই পর্যন্ত দেশটির বিভিন্ন অংশে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  বিশেষ করে বড় নদীর তীরবর্তী এলাকায়। এই পরিস্থিতি আকস্মিক বন্যার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

বেলুচিস্তান প্রদেশে গেল ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির ফলে ৭ জন নিহত হয়েছেন। বৃষ্টির কারণে প্রদেশটির ২২টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১০টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। 

প্রদেশের ন্যাশনাল দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এই এলাকায় বন্যার সতর্কতা জারি করেছে।

পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি এবং রাজধানী ইসলামাবাদে বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যার ফলে পানিতে ডুবে ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৩ জন শিশু রয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশের মালাকান্দ, বুনের, মানশেরা ও কারাক জেলায় ভূমিধ্বস এবং পানিতে ডুবে আরও ৬ জন নিহত হয়েছেন।

পাকিস্তানের ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টার (এনইওসি) আগামী ২ দিনের জন্য ভারী বৃষ্টি ও বন্যার সম্ভাবনা দেখে সতর্কতা জারি করেছে। বিশেষ করে বড় নদীগুলোর তীরবর্তী অঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি বেড়ে গেছে।

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন #পাকিস্তান #ধস ও পানিতে ডুবে ১৯ জনের মৃত্যু