দেশজুড়ে

বগুড়ায় ভাসমান ব্যাগে মিললো নবজাতকের মরদেহ

কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি

ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনটে নদী থেকে এক অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (০৮ জুলাই) দুপুরে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রাম সংলগ্ন ইছামতি নদীর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি গণমাধ্যমকে ধুনট থানার এসআই অমিত হাসান মাহমুদ নিশ্চিত করেছে। 

স্থানীয় এক কৃষক জানান, নদীর চরে ঘাস কাটতে গিয়ে পানির মধ্যে একটি ভাসমান প্লাস্টিকের বাজার ব্যাগ দেখতে পান।  তিনি ব্যাগটি তুলে আনেন এবং তাতে থাকা পুরানো কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ দেখতে পান।  পরে পুলিশকে বিষয়টি জানান।  

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। 

এসআই অমিত জানান, কয়েক ঘণ্টা আগে কোনও ব্যক্তি বা ব্যক্তিরা নবজাতকটির মরদেহ গোপনে নদীতে ফেলে রেখেছে বলে ধারণা করা হচ্ছে। 

তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  ডিএনএ পরীক্ষা করা হবে।  এ ঘটনায় ইউডি মামলা রেকর্ড করা হয়েছে এবং তদন্ত চলছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন #বগুড়া #অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার