দেশজুড়ে

মরা গরুর পচা মাংস বিক্রির চেষ্টা, কসাই আটক

অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি

ছবি: বায়ান্ন টিভি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ল্যাম্পি রোগে আক্রান্ত মরা গরু জবাই করে পঁচা মাংস বাজারে আনতে গিয়ে এক কসাইকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা।

শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক কসাইয়ের নাম শাহানুর রহমান (৪২)। তিনি একই ইউনিয়নের ভুরিয়ারকুটি গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, অনেক দিন ধরেই শাহানুর রহমান মরা বা রোগাক্রান্ত পশুর মাংস বিক্রির সঙ্গে জড়িত থাকলেও কখনও প্রমাণ মেলেনি। ঘটনার দিন রাতে তার সহযোগী একটি অটোরিকশায় বস্তাভর্তি মাংস নিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে স্থানীয়রা যানটি থামান। তখন ওই সহযোগী পালিয়ে যায়। পরে বস্তা খুলে দেখা যায়, ভেতরে রয়েছে দুর্গন্ধযুক্ত পঁচা মাংস। শাহানুর নিজে এসে ঘটনার সত্যতা স্বীকার করে মাংস মাটিতে পুঁতে রাখার প্রস্তাব দিলেও উত্তেজিত জনতা তাতে রাজি হয়নি। পরে রাত আড়াইটার দিকে ফুলবাড়ী থানা পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক এবং ভেটেরিনারি সার্জন ডা. মওদুদ হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউএনও’র উপস্থিতিতে দোকান থেকে উদ্ধারকৃত পঁচা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।

ফুলবাড়ী থানার এসআই মনজুরুল ইসলাম বলেন, জনতার হাতে আটক কসাই শাহানুরকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক জানান, ফুলবাড়ী উপজেলায় প্রায় ৪০ জন কসাই লাইসেন্স ছাড়া পশু জবাই ও মাংস বিক্রি করে আসছেন। ভবিষ্যতে লাইসেন্স ছাড়া মাংস বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ইউএনও রেহেনুমা তারান্নুম বলেন, ঘটনার সময় গভীর রাত হওয়ায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সম্ভব হয়নি। শাহানুরকে ভবিষ্যতে মরা বা অসুস্থ পশুর মাংস বিক্রি না করার শর্তে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হবে। পাশাপাশি তাকে লাইসেন্স ছাড়া মাংস বিক্রি করতে দেয়া হবে না বলেও জানান তিনি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #কুড়িগ্রাম #কসাই আটক #মরা গরু