বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও দলটির ঠাকুরগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তাকে বহনকারী গাড়িও ভাঙচুর করেন বিএনপির নেতাকর্মীরা। সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (১২ জুলাই) রাতে বালিয়ডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলনের ফল ঘোষণাকে কেন্দ্র করে সমিরউদ্দিন স্মৃতি কলেজ মাঠে উত্তেজনা থামাতে এসে তিনি এই হামলার শিকার হন।
উপজেলা বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলের ভোট শেষে গণনা নিয়ে টালবাহানা ও কারচুপি করে জেলা বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘ সময়েও ফলাফল না দিয়ে চলে যেতে চান তারা। এতেই ক্ষুব্ধ হন উপজেলা বিএনপি নেতাকর্মীরা। পরে ভোটকেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, ফল ঘোষণা নিয়ে বিলম্ব হওয়ায় নেতাকর্মীরা লাঠিসোঁঠা নিয়ে মিছিল করেন। পরে জেলা নেতাদের অনুরোধে ঠাকুরগাঁও থেকে রাত ৮টায় ভোটকেন্দ্রে আসেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন।
তিনি ফল ঘোষণা করে ফেরার সময় তার ওপর চেয়ার ছুড়ে মারেন দলের কিছু নেতাকর্মী। এ সময় তার প্রাইভেট কারের সামনের ও পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
হামলা ঠেকাতে গিয়ে উজ্জল নামের বিএনপির এক কর্মী আহতও হয়েছেন হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আই/এ