আন্তর্জাতিক

ফুটবল খেলতে গিয়ে ইয়েমেনে পাঁচ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইয়েমেনের ফুটবল খেলার সময় বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণে পাঁচ শিশু নিহত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশের আল-হাশমাহ উপ-জেলায় ঘটনাট ঘটে।

স্থানীয় মানবাধিকার গোষ্ঠী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আহমেদ আল-শারি এবং খালেদ আল-আরেকি জানিয়েছেন, বিস্ফোরণের সময় শিশুরা ফুটবল খেলছিল। বিস্ফোরণের ফলে তিনজন শিশু আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

আরেক প্রত্যক্ষদর্শী মাহমুদ আল-মানসি দাবি করেছেন, বিস্ফোরকটি ইসলাহ পার্টির সমর্থিত মিলিশিয়াদের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে পাঠানো হয়েছিল।

ইয়েমেন সেন্টার ফর হিউম্যান রাইটস এবং আই অফ হিউম্যানিটি যৌথভাবে এই ঘটনার নিন্দা জানিয়েছে। নিহত শিশুদের ছিন্নভিন্ন মৃতদেহের ছবি প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, নিহত পাঁচ শিশুর মধ্যে দুটি ১২ বছর বয়সী, দুটি ১৪ বছর বয়সী এবং পঞ্চম শিশুর বয়স এখনো জানা যায়নি।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফও এই ঘটনায় অবগত হয়েছে, তবে তারা এখনও এর সত্যতা যাচাই করতে পারছে না।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইয়েমেন #বিস্ফোরণে পাঁচ শিশু নিহত