দেশজুড়ে

ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে স্কুলশিক্ষার্থীর মৃত্যু

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের স্কুলশিক্ষার্থী ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। শনিবার (১২ জুলাই) সকালে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে মারা গেছে।   

ওই শিশুর নাম সুদীপ্তা চাকমা (১০)। সে উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের বন্দুকভাঙা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। বিষয়টি গণমাধ্যমকে রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন নূয়েন খীসা নিশ্চিত করেছেন। 

হাসপাতালের চিকিৎসক ও স্থানীয় সূত্রে জানা যায়, গেল এক সপ্তাহ ধরে সুদীপ্তা জ্বরে ভুগছিল। প্রথমে সাধারণ চিকিৎসায় নেয়া হলেও শুক্রবার ম্যালেরিয়া ধরা পড়ে। অবস্থার অবনতি হলে শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।  

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক মো. শওকত আকবর চৌধুরী জানিয়েছেন, তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সিভিল সার্জন নূয়েন খীসা বলেন, দুর্গম এলাকায় চিকিৎসা সেবা না পাওয়ার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #ম্যালেরিয়া #স্কুলশিক্ষার্থীর মৃত্যু #রাঙ্গামাটি