আন্তর্জাতিক

নবজাতককে বাসের জানালা দিয়ে ফেলে দিল মা ও তার সঙ্গী

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

মহারাষ্ট্রে স্লিপার কোচ বাসে পুত্রসন্তান জন্মের পরই নিজের নবজাতককে বাসের জানালা দিয়ে ফেলে দেয়ার ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে সাড়ে ৬টার দিকে পাথরি-সেলু রোডে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত নারীর নাম ঋতিকা (১৯)।  যিনি তার সঙ্গী আলতাফ শেখের সাথে বাসে যাত্রা করছিলেন। যাত্রার সময় ঋতিকার প্রসববেদনা শুরু হয় এবং তিনি একটি পুত্রসন্তান জন্ম দেন।  তবে সন্তানের জন্ম দেয়ার পর ঋতিকা কাপড়ে জড়িয়ে শিশুটিকে বাসের জানালা দিয়ে বাইরে ছুড়ে ফেলে দেন। এতে শিশুটির মৃত্যু হয়।

বাসের চালক জানালা দিয়ে কিছু ফেলা হতে দেখেন এবং এ বিষয়ে তিনি আলতাফ শেখকে প্রশ্ন করলে আলতাফ দাবি করেন, তার স্ত্রী বাসের ভ্রমণের কারণে বমি করেছেন।  তবে ঘটনাটি লক্ষ্য করে রাস্তায় থাকা এক ব্যক্তি পুলিশকে দ্রুত খবর দেন।

পুলিশের টহল দল বাসটি আটক করে এবং প্রাথমিক তদন্তের পর ঋতিকা ও আলতাফ শেখকে গ্রেপ্তার করে। তারা জানিয়েছে, তারা শিশুটিকে ফেলে দিয়েছে কারণ তারা তাকে লালন-পালন করতে সক্ষম ছিলেন না।

দম্পতি দাবি করেন, তারা পারভানি জেলার বাসিন্দা এবং গেল দেড় বছর ধরে পুনেতে বসবাস করছিলেন। তারা নিজেদের স্বামী-স্ত্রী দাবি করলেও এ ব্যাপারে কোনও প্রমাণ হিসেবে নথি দেখাতে পারেননি।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #মহারাষ্ট্র #নবজাতককে বাসের জানালা দিয়ে ফেলে #পুত্রসন্তান