আন্তর্জাতিক

যাত্রী নিয়ে ওড়ার আগমুহূর্তে বিমানে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী একটি আমেরিকান এয়ারলাইনসের বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। বিমানটি তখন উড্ডয়নের অপেক্ষায় ছিল।

শনিবার (২৬ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের ওই বিমানটির ফ্লাইট নম্বর ছিল ৩০২৩। এটি ডেনভার থেকে মিয়ামির উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল।

ঘটনার সময় বিমানটিতে ১৭৩ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন। হঠাৎ বিকট শব্দ হয় এবং বিমানের পেছনের অংশ থেকে ধোঁয়া ও আগুন দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ল্যান্ডিং গিয়ারের যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়।

দ্রুত ব্যবস্থা নিয়ে যাত্রীদের ইমারজেন্সি স্লাইড ব্যবহার করে নিরাপদে সরিয়ে নেয়া হয়। ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ঘটনাস্থলে তৎক্ষণাৎ তাদের ইউনিট পৌঁছায় এবং সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এতে দেখা যায়, আতঙ্কিত যাত্রীরা প্লেন থেকে নিচে নামছেন এবং বিমানের পেছনের দিক থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে একজন যাত্রী সামান্য আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে নেয়া হয়েছে। বাকিদের হাসপাতালে পাঠানোর প্রয়োজন হয়নি।

উল্লেখ্য, এর আগেও চলতি বছরের মার্চ মাসে আমেরিকান এয়ারলাইনসের আরেকটি বিমানে ইঞ্জিন ত্রুটির কারণে ডেনভারে জরুরি অবতরণের ঘটনা ঘটেছিল।

 

ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #আমেরিকা #বিমানে আগুন