আন্তর্জাতিক

সমঝোতার জন্য আজ যাচ্ছেন বাংলাদেশের বাণিজ্য উপদেস্টা

আন্তর্জাতিক ডেস্ক

আমেরিকার নতুন শুল্ক নীতিমালা পহেলা আগস্ট থেকেই কার্যকর হচ্ছে। এই নীতিমালায় বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে ৩৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আদায়ের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এই সিদ্ধান্ত কার্যকরের মাত্র তিন দিন বাকি। তবে বাংলাদেশসহ বিশ্বের বেশিরভাগ দেশ সমঝোতায় পৌঁছাতে পারেনি। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক রোববার জানিয়েছেন, শুল্ক আরোপের সময়সীমা বাড়ানো হবে না। তবে আলোচনার সুযোগ থাকবে। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে।

মার্কিন বাণিজ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আজ সন্ধ্যায় যুক্তরাষ্ট্র সফরে যাবেন। 

এ সম্পর্কিত আরও পড়ুন #আমেরিকা #পণ্য রপ্তানি