আইন-বিচার

প্লট জালিয়াতি

শেখ হাসিনা-জয়-পুতুলের আনুষ্ঠানিক বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি

বায়ান্ন প্রতিবেদন

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দায়ের করা ৬ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত। এ মামলাগুলোর আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন অভিযোগ গঠন করেন এবং আগামী ১১ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।

২০২৪ সালের জানুয়ারি মাসে দুদক পূর্বাচল প্রকল্পের প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও ২২ জনের বিরুদ্ধে ছয়টি মামলা দায়ের করে। অভিযোগের মধ্যে রয়েছে নিজের ও পরিবারের স্বজনদের নামে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার। এরপর ২৫ মার্চ সংস্থাটি অভিযোগপত্র দাখিল করে, যেটিতে আসামিদের পলাতক দেখানো হয়।

মামলার মধ্যে একটি কেসে শেখ হাসিনা ও ১২ জন, আরেকটিতে সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনা সহ ১৭ জন, এবং অন্যটিতে সায়মা ওয়াজেদ পুতুল ও শেখ হাসিনা সহ ১৮ জন আসামি রয়েছেন।

গত ১৩ ও ১৫ এপ্রিল আদালত এসব মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর ১ জুলাই আদালত রাজউকের প্লট বরাদ্দ দুর্নীতির অভিযোগে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

বর্তমানে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা, তার পরিবারের অন্যান্য সদস্যরাও দেশের বাইরে রয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন #শেখ হাসিনা