আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনে যত টাকা লাগবে, তা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (০৬ আগস্ট) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে নির্বাচনের বাজেট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এর আগে গতকাল মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় জানান প্রধান উপদেষ্টা। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার।
দেশের অর্থনীতি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, এক বছরে খাদের কিনারা থেকে দেশের অর্থনীতি অনেকটাই ওপরে উঠে এসেছে। এটা দেখার জন্য দৃষ্টি ও অন্তর্দৃষ্টি লাগে। ভাসা–ভাসা দেখলাম, ভাসা–ভাসা বলে দিলাম, তা না। অনেক কিছুই হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতে নতুন আলোচনা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আলোচনা চলবে। ইউএস চেম্বারের শীর্ষ পর্যায়ের সঙ্গে কথা হয়েছে। ওদের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের প্রতি ইতিবাচক।’
তবে এখনও আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি বলে জানান তিনি। শুল্ক কাঠামো, আমদানি নীতিসহ আরো কিছু বিষয়ে আলোচনার প্রয়োজন রয়েছে।
বর্তমান অর্থনীতির প্রধান চ্যালেঞ্জগুলো প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি, জ্বালানি সংকট, কর্মসংস্থান ও বাণিজ্যের গতি ফিরিয়ে আনা—সবই সরকারের নজরে আছে। ‘মূল্যস্ফীতির চাপ কিছুটা কমেছে, তবে আরও সময় লাগবে নিয়ন্ত্রণে আনতে।’
তিনি আরও বলেন, কিছু কাঠামোগত সংস্কার ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ব্যাংক খাত, পুঁজিবাজার ও রাজস্ব ব্যবস্থায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ‘বাংলাদেশ ব্যাংক একটি রোডম্যাপ তৈরি করছে। এনবিআর-এর কিছু অধ্যাদেশও সংশোধনের পথে।’
এমএ//