আন্তর্জাতিক

ফোন কেড়ে নেওয়ায় নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

ভারতের তেলেঙ্গানায় অনলাইন গেম পাবজিতে আসক্ত এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজ্যের নির্মল জেলায় মোবাইল ফোন কেড়ে নেওয়ার পর বেটি রিশেন্দ্র নামের এক নবম শ্রেণির শিক্ষার্থী আত্মহত্যা করেছে।  খবর এনডিটিভি

পুলিশ জানায়, রিশেন্দ্র দিনে ১০ ঘণ্টারও বেশি সময় পাবজি খেলত এবং স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। তার অভিযোগ ছিল, ক্লাস করলে গেম খেলার পর্যাপ্ত সময় পাওয়া যায় না।

পরিবার জানায়, ছেলেকে আসক্তি থেকে ফেরাতে মানসিক চিকিৎসক ও স্নায়ু বিশেষজ্ঞের কাছে কাউন্সেলিংয়ের জন্য নেওয়া হয়েছিল। তবে সে কোনো পরামর্শ মানেনি, বরং চিকিৎসককে হুমকি দেয়।

শেষ পর্যন্ত হতাশ হয়ে বাবা-মা তার মোবাইল কেড়ে নেন। ফোন না পেয়ে অভিমানে রিশেন্দ্র ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ফোন #কেড়ে #নেওয়ায় #নবম #শ্রেণির #শিক্ষার্থীর #আত্মহত্যা