দেশজুড়ে

ধর্ষণের চেষ্টা ব্যর্থ হয়ে শিশুহত্যা, ফুফাতো ভাইয়ের স্বীকারোক্তি

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হলে হত্যা করেছে তার ফুফাতো ভাই। শনিবার (২৩ আগস্ট) আদালতে দেওয়া জবানবন্দিতে অভিযুক্ত যুবক এই নৃশংস হত্যার কথা স্বীকার করেছে।

অভিযুক্ত মনিরুল ইসলাম জিহাদ (২১) উল্লাপাড়া উপজেলার হাওড়া গ্রামের বাসিন্দা। মায়ের মৃত্যু পর থেকে সে মামার বাড়ি রায়গঞ্জের মিরের দেউলমোড়া গ্রামে থাকত। নিহত শিশুর নাম ছোঁয়া মনি, বয়স ৭ বছর।

পুলিশ জানায়, গত বুধবার সকালে ছোঁয়া মনি বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে দুপুরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় পুলিশ প্রথম থেকেই এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করে।

ঘটনার পর জিহাদ পালিয়ে যায় এবং রাতে ফেসবুকে বিভ্রান্তিকর একটি পোস্ট দেয়। শিশুটির দাদি ফিরোজা খাতুন অজ্ঞাতনামা আসামি করে রায়গঞ্জ থানায় মামলা করলে শুক্রবার রাতে গাজীপুর চৌরাস্তা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

শনিবার আদালতে হাজির করা হলে জিহাদ স্বীকার করে যে, সে পরিত্যক্ত টয়লেটে নিয়ে মামাতো বোনকে ধর্ষণের চেষ্টা করেছিল। কিন্তু বিষয়টি পরিবারকে বলে দেওয়ার হুমকি দিলে তাকে হত্যা করে।

জবানবন্দি রেকর্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ #রায়গঞ্জ #ধর্ষণচেষ্টা #ধর্ষণ #হত্যা