বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া অবশেষে ঘোষণা করলেন, তিনি মা হতে চলেছেন। দীর্ঘদিন ধরে এই গুঞ্জন শোনা গেলেও অভিনেত্রী প্রতিবারই এই খবর উড়িয়ে দিয়েছিলেন।
সোমবার (২৫ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় স্বামী রাঘব চাড্ডার সঙ্গে সুখবর শেয়ার করে পরিণীতি নিশ্চিত করেন তাদের জীবনে নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।
অভিনেত্রী তার ইনস্টাগ্রাম পোস্টে একটি ভ্যানিলা কেকের ছবি শেয়ার করেছেন। যার ওপর "১+১=৩" লেখা ছিল, যা ইঙ্গিত দেয় তাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। পোস্টে একটি ছোট ভিডিও যুক্ত করেছেন, যেখানে পরিণীতি ও রাঘব হাত ধরে পার্কে হাঁটছেন।
ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "আমাদের ছোট্ট পৃথিবী আসছে পথে। অপরিসীম আশীর্বাদপুষ্ট আমরা।"
এক মাস আগে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'তে রাঘবের হালকা মন্তব্যের পরই এই সুখবরটি প্রকাশ্যে আসে। সেদিন পরিণীতির বিস্মিত প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি করেছিল। এখন সেই ঘোষণার এক মাস পরেই সবাই জানল, সত্যিই নতুন অতিথি আসছে তাদের পরিবারে।
বিভিন্ন বলিউড তারকা যেমন-সোনম কাপুর, ভূমি পেডনেকর, নেহা ধূপিয়া, হুমা কুরেশি সহ একাধিক তারকা পরিণীতির জন্য শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে রাজস্থানের উদয়পুরে একটি দৃষ্টিনন্দন বিয়ের অনুষ্ঠানে রাঘবকে বিয়ে করেন পরিণীতি। তবে তাদের সন্তানের জন্মের সম্ভাব্য তারিখ এখনো প্রকাশ করা হয়নি।
এসকে//