আজ থেকে ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে। রাশিয়ার তেল কেনা বন্ধ না করায় এমন শুল্ক নির্ধারণ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সবচেয়ে বেশী ক্ষতি হবে ভারতের পোশাক, টেক্সটাইল, অলংকার, চিংড়ি, কার্পেট ও আসবাবপত্র বাণিজ্যে।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানির পরিমাণ আগের বছরের চেয়ে ৪০ থেকে ৪৫ শতাংশ কমবে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জানিয়েছে, ২০২৪-২৫ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ৮৭ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে ভারত।
এবছর রপ্তানি কমে ৪৯ দশমিক ৬ বিলিয়ন ডলার হতে পারে।