অর্থনীতি

সেপ্টেম্বরের ৩ দিনের রেমিট্যান্স আয় ৩৪৩ মিলিয়ন ডলার

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম তিনদিনে দেশে ৩৪৩ মিলিয়ন ডলারের (৩৪ কোটি ৩০ লাখ) রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সেপ্টেম্বরের প্রথম তিনদিনে দেশে ৩৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গেল বছরের এই সম ৩০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৬০ শতাংশ।

তিনি আরও বলেন, গেল তিন সেপ্টেম্বরেই প্রবাসীরা দেশে ১৪ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

এর আগে গেল আগস্ট মাসে দেশে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। আর জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। 

উল্লেখ্য, গেল ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে রেকর্ড ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #রেমিট্যান্স #ডলার #মার্কিন ডলার