সিরাজগঞ্জের কাজিপুরে বালুবোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারাল তাসকিন (৮) নামের এক শিশু। শুক্রবার (০৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার শ্যামপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তাসকিন বগুড়ার শেরপুর উপজেলার শুবলী গ্রামের শরিফুল ইসলামের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বাবা শরিফুল ইসলাম, মা মুন্নী খাতুন ও ছোট বোন তোহ্বা মনি।
স্থানীয়রা জানায়, এক পরিবারের চার সদস্য মোটরসাইকেলে উপজেলার সোনামুখী ইউনিয়নের দিকে যাচ্ছিল। পথে শ্যামপুর এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বালুবোঝাই ট্রাক মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি। ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু তাসকিন। আহত অবস্থায় অন্য তিনজনকে উদ্ধার করে দ্রুত কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাজিপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মেহেদি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমএ//