চলচ্চিত্রপ্রেমীদের জন্য যেন এক বিশেষ মুহূর্তের সময় হতে চলেছে। প্রায় পাঁচ বছরের দীর্ঘ বিরতির পর দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার প্রাক্তন আইকন শাবানা। তবে তিনি এখনও বেশিরভাগ সময় কাটাচ্ছেন গোপন স্থানে।
রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাড়িই এই মুহূর্তে তার আবাসস্থল, যা তার অনুপস্থিতিতে প্রায় জনশূন্য ছিল।
গতবার শাবানা দেশে এসেছিলেন ২০২০ সালের জানুয়ারিতে। তখনও তিনি প্রকাশ করেছিলেন, যদি সুযোগ এবং সময় মিলে যায়, তবে কিছু কাজ করবেন। স্বামী ও প্রযোজক ওয়াহিদ সাদিকও সমর্থন দিয়েছিলেন, তবে অনুকূল পরিস্থিতি না হওয়ায় পরিকল্পনা কার্যকর হয়নি। এর আগের দেশে আগমন হয়েছিল ২০১৭ সালে।
শিশুশিল্পী হিসেবে ষাটের দশকে অভিনয় জীবন শুরু করেন শাবানা ‘নতুন সুর’ চলচ্চিত্রে। নায়িকা হিসেবে প্রথম বড় কাজ ছিল ‘চকোরী’, যেখানে তার সহশিল্পী ছিলেন নাদিম। জনপ্রিয়তার শীর্ষে থাকা সত্ত্বেও হঠাৎ যুক্তরাষ্ট্রে চলে যাওয়া তাকে দীর্ঘ সময় দেশের বাইরে রেখেছিল।
২৫ বছরের বেশি সময় ধরে তিনি নিউ জার্সিতে বসবাস করছেন, যেখানে তার পরিবার—স্বামী, সন্তান এবং নাতি-নাতনিরা তার সঙ্গে আছেন। দেশে ফিরে আসা শুধু সীমিত সময়ের জন্য। এবার দীর্ঘ বিরতির পর স্বদেশে ফিরে আসা ভক্তদের মধ্যে আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি করেছে।
এসকে//