আন্তর্জাতিক

কারাগার থেকে পালালেন নেপালের সাবেক মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

নেপালে টানা সহিংস বিক্ষোভের মধ্যে কারাগার থেকে পালিয়েছেন দেশটির সাবেক প্রতিমন্ত্রী সঞ্জয় কুমার শাহ। ২০১২ সালে বোমা হামলা ও হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই নেতা ললিতপুর জেলার নাক্কু কারাগারে বন্দি ছিলেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, সঞ্জয় কুমার শাহের সঙ্গে আরও কয়েকজন আসামি কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছে। তাদের মধ্যে আছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির প্রেসিডেন্ট রবি লামিচানে।

প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির সরকারের পতনের পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সরকারের দুর্নীতি ও ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে ছাত্র ও তরুণরা রাস্তায় নেমে আসেন। মাত্র দুই দিনের মধ্যেই আন্দোলন ভয়াবহ সহিংসতায় রূপ নেয়।

৮ সেপ্টেম্বর পুলিশের গুলিতে কমপক্ষে ১৯ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হন। পরদিন বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন, মন্ত্রী ও এমপিদের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এই অরাজক পরিস্থিতি কারাগারেও ছড়িয়ে পড়ে। কয়েদিরা বিদ্রোহ করে দলে দলে বাইরে বেরিয়ে আসে। পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে সঞ্জয় কুমার শাহ অন্যতম।

সঞ্জয় কুমার শাহ নেপালের সদ্ভাবনা পার্টির জ্যেষ্ঠ নেতা এবং জনকপুর জেলার সাবেক এমপি। ২০০৮ সালের নির্বাচনে তিনি সংসদ সদস্য হন এবং পরে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০১২ সালে জনকপুরে এক বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সাংবাদিক অরুন সিংহানিয়া হত্যার ষড়যন্ত্রে তার সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।

২০১৩ সাল থেকে কারাগারে ছিলেন শাহ। এক দশকেরও বেশি সময় হাজতবাসের পর এবার জেল থেকে পালিয়েছেন তিনি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নেপাল