তালেবানের হামলায় পাকিস্তানের সামরিক বাহিনীর অন্তত ১২ সদস্য নিহত হয়েছেন। শনিবার ভোরের দিকে ওয়াজিরিস্তানের সামরিক বাহিনীর গাড়িবহরে ওই হামলার ঘটনা ঘটে।
দেশটির কর্মকর্তারা বলেছেন, আফগানিস্তান সীমান্ত লাগোয়া দক্ষিণ ওয়াজিরিস্তানের দুর্গম বাদার এলাকায় পৌঁছানোর পর সেখানে হামলার শিকার হন এসব সেনা।
অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনী বলেছে, তীব্র গোলাগুলির পর সংঘর্ষে অন্তত ১২ সৈন্য ও ১৩ জন জঙ্গি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।
সেনাবাহিনীর গাড়িবহরে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পাকিস্তানি তালেবান।
গোষ্ঠীটি সেনাবাহিনীর সদস্যদের কাছ থেকে অস্ত্র ও ড্রোন লুট করার দাবিও করেছে। ইসলামাবাদ বলছে, নিষিদ্ধঘোষিত এই জঙ্গি গোষ্ঠীটির ঘাঁটি আফগানিস্তানে অবস্থিত।
এনএস/