আন্তর্জাতিক

আফগানিস্তানে চীনা রেস্তোরাঁয় বোমা হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে চীনা মালিকানাধীন একটি রেস্তোরাঁয় বোমা হামলায় এক চীনা নাগরিকসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন আফগান। এ ঘটনায় এক শিশুসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কাবুলের শেহের-ই-নাও বাণিজ্যিক এলাকায় চীনা মালিকানাধীন ওই রেস্তোরাঁটিতে হামলা চালানো হয়। এলাকাটিতে বিভিন্ন অফিস, শপিং কমপ্লেক্স ও দূতাবাস রয়েছে এবং এটি শহরের অন্যতম নিরাপদ এলাকা হিসেবে বিবেচিত হতো।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণটি রেস্তোরাঁর কিচেনের কাছে ঘটে। এতে আইয়ুব নামে এক চীনা নাগরিক এবং ছয়জন আফগান নিহত হন।

আইএসআইএলের আফগান শাখা এ হামলার দায় স্বীকার করে জানায়, এটি একটি আত্মঘাতী বোমা হামলা। তাদের দাবি, চীনের উইঘুর মুসলিমদের প্রতি আচরণের প্রতিবাদে তারা চীনা নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে।

ইতালীয় এনজিও ইমার্জেন্সি জানায়, বিস্ফোরণস্থল থেকে ২০ জনকে তাদের চিকিৎসাকেন্দ্রে আনা হয়। যাদের মধ্যে সাতজন পৌঁছানোর আগেই মারা যান। আহতদের মধ্যে চারজন নারী ও একটি শিশু রয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে সহিংসতা কমলেও আইএসআইএল সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো এখনো মাঝেমধ্যে এ ধরণের হামলা চালাচ্ছে।

 

এসএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #আফগানিস্তান #কাবুল #চীনা রেস্তোরা #বোমা হামলা