ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপাচার্যের অফিস সংলগ্ন একটি কক্ষে এ সভার আয়োজন করা হয়। নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
সভায় অংশ নেন নবনির্ন্তিত সহ-সভাপতি মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক এসএম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দীন খান ও অন্যান্য নির্বাচিত সদস্যরা।
সভা শেষে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে ৫ জন ছাত্র প্রতিনিধির নাম পাঠানো হয়েছে। তারা হলেন- ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মহিউদ্দীন খান, সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া সাবিকুন্নাহার তামান্না ও পরিবহণ সম্পাদক আসিফ আবদুল্লাহ।
এই সিদ্ধান্ত শীঘ্রই গেজেট আকারে প্রকাশ করা হবে।
গঠনতন্ত্র অনুযায়ী প্রথম বৈঠকে একে অপরের সঙ্গে পরিচিতি বিনিময় এবং কয়েকটি প্রাথমিক কার্যবিধি চূড়ান্ত করা হয়। বৈঠকের পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নির্বাচিত নেতারা সবাই মিলেই ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ব করবেন বলে প্রতিশ্রুতি দেন।
সাধারণ সম্পাদক এসএম ফরহাদ সংবাদ সম্মেলনে বলেন, মতভেদ যতই থাকুক, তারা সকল ছাত্রছাত্রীর হয়ে কাজ করবেন- সব শ্রেণির দাবি-দাওয়াকে অধিকার হিসেবে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন।
ভিপি সাদিক কায়েম জানান, এখন থেকে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু হয়েছে; ছাত্রদের সমস্যার দ্রুত সমাধান এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তারা সক্রিয়ভাবে কাজ করবেন এবং ছাত্রসমাজের কাছে খোলা ও পৌঁছনোভাবে কাজ চালাবেন।
তিনি আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থীই এই ফলকে জয়ের অংশ মনে করেন।
এর আগে গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা ২৮টির মধ্যে ২৩টি পদে বিজয়ী হয়েছিল—যার প্রেক্ষিতে নতুন নেতৃত্ব দ্রুত কার্যক্রম শুরু করল।
গতকাল শনিবার (১৩ সেপ্টম্বর) সাধারণ সম্পাদক এসএম ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এই প্রথম সভার আয়োজনের কথা আগেই জানিয়েছিলেন। নেতারা জানিয়েছেন, নিকট দিনে বিস্তারিত কর্মপন্থা ও কার্যসূচি সামনে আনা হবে।
এসি//