বিএনপি কোনো নির্বাচনী এলাকায় কাউকেই গ্রিন সিগন্যাল দেয়নি বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মনোনয়ন নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
রিজভী অভিযোগ করে বলেন, কিছু পত্রিকা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কথিত মনোনয়ন তালিকা প্রকাশ করে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ ও বিশৃঙ্খলা তৈরির ষড়যন্ত্র চলছে।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের মিশনে একটি চক্র কাজ করছে। তারা বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টায় কিছু গণমাধ্যমকে ব্যবহার করছে।
তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনের জন্য বিএনপি সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। নির্ধারিত প্রক্রিয়ায় যোগ্য ও জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীদেরই মনোনয়ন দেওয়া হবে।
দলের গঠনতন্ত্র অনুযায়ী পার্লামেন্টারি বোর্ডই প্রার্থী চূড়ান্ত করে থাকে উল্লেখ করে তিনি বলেন, তফসিল ঘোষণার আগে প্রকাশিত মনগড়া খবর নিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই।
ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রিজভী আরও বলেন, ‘আমরা যদি জনগণের পাশে থাকি, জনগণের রায় অবশ্যই ধানের শীষের পক্ষেই আসবে।’
এমএ//