কুড়িগ্রামে ফুলবাড়ীতে টেকসই বেড়ি বাঁধের দাবীতে ধরলা নদীর তীরে করে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে চরগোরকমন্ডলে গ্রামে তিন শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন পেশাজীবিরা এতে অংশ নেয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে চর গোরকমন্ডল গ্রামে ধরলা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, ধরলা নদীর ভাঙ্গনে চর গোরকমন্ডল গ্রামে চলতি বর্ষা মৌসুমে প্রায় তিন মাস ধরে তীব্র ভাঙ্গন দেখা দেয়। এতে করে গ্রামে বাদাম, কলা, ধান খেত, সুপারির বাগানসহ চারশ বিঘা জমির কৃষি ফসল নদী গর্ভে বিলীন হয়েছে ও অর্ধশতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে।
এছাড়াও বিভিন্ন হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয় কেন্দ্র, শতশত কৃষি জমি ও ঘরবাড়ি হুমকির মধ্যে রয়েছে। পিছিয়ে পড়া এই জনপদের মানুষের জীবন-জীবিকা রক্ষায় একটি টেকসই বেড়িবাঁধের দাবী জানিয়েছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান মজি, জেলা জামায়াতের সুরা সদস্য রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুস সালামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।
আই/এ