ক্যাম্পাস

রাবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কর্মবিরতিও স্থগিত

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কর্মবিরতি স্থগিত ঘোষণা করা হয়েছে। রাবি উপাচার্যের মৌখিক আশ্বাসের প্রেক্ষিত তারা কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নেন

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)  বিকেল তিনটার দিকে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম।

তিনি জানান, গত ২০ সেপ্টেম্বর উপ-উপাচার্য ও কর্মকর্তাদের লাঞ্ছিত করার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাসে এবং রাকসুর নির্বাচনী কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম কর্মবিরতি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। দোষীদের শাস্তি, রাবির নিরাপত্তা, শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না করা হলে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সাধারণ শিক্ষকদের নিয়ে পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হবে।

এদিকে আজ  ৫ম দিনের মতো শিক্ষকদের কর্মবিরতি চলমান থাকায় বন্ধ ছিলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা। উদ্ভুত পরিস্থিতিতে পূজার ছুটিতে শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে বাড়ি চলে গেছে।

এর আগে গত বুধবার কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত ঘোষণা করে কর্মকর্তা ও কর্মচারীরা।

 

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর উপ উপাচার্যসহ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তাকে প্রাতিষ্ঠানিক সুবিধা বাতিলের দাবিতে লাঞ্ছিত করে কয়েকজন ছাত্র। এর প্রতিবাদে পরদিন থেকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও রাবি অফিসার্স সমিতি শিক্ষক ও কর্মকর্তাদের লাঞ্ছিতের সাথে জড়িতদের বিচার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচি ঘোষণা করে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #রাবি