দীর্ঘদিন ধরে ‘শাপলা’ প্রতীকের দাবি জানিয়ে আসছে নাগরিক ঐক্যে। তবে নির্বাচন কমিশন যদি সেটি জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) দেয়, তাতে নাগরিক ঐক্যের কোনো আপত্তি নেই। বলেছেন দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না।
বুধবার (০১ অক্টোবর) রাতে সিরাজগঞ্জ শহরের খেদন সর্দার মোড় এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশনের কারও হাতে তা দেওয়ার অধিকারও থাকে না। তবুও যদি এনসিপিকে এই প্রতীক দেওয়া হয়, আমি অঙ্গীকার করছি আমরা মামলা-মোকদ্দমা করব না।’
তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে জনগণের আস্থা এখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। সহিংসতা, কর্মসূচির পাল্টাপাল্টি ঘোষণা এবং হতাহতের ঘটনা বাড়ছে। তাই আলোচনার টেবিলে ফিরে সমাধান খোঁজাই হবে সবচেয়ে গ্রহণযোগ্য পথ।
আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির প্রসঙ্গে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘বর্তমানে সংবিধানে এই পদ্ধতি নেই। এই পদ্ধতিতে আমরা নির্বাচন করতে পারব না। ঐক্যমত কমিশন তাদের প্রস্তাবনায় পিআর নিয়ে কোন প্রস্তাবনা দেয়নি। ওইটা দেখে একদল বলছে, ভোট হতে দেবো না।‘
তিনি প্রশ্ন ছুড়ে বলেন, ‘আল্লাহ কি কখনো বলেছেন পিআর পদ্ধতিতে নির্বাচন হবে? রাজনীতি থাকুক রাজনীতির জায়গায়, ধর্ম থাকুক মানুষের অন্তরে। ধর্মের নামে রাজনীতি কিংবা ভোট চাওয়ার কোনো যৌক্তিকতা নেই।’
নাগরিক ঐক্যের এই নেতা বলেন, নির্বাচন কমিশন অতীতে বারবার সংস্কারের আশ্বাস দিলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। গণতন্ত্রকে শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবে প্রতিষ্ঠা করতে হলে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে।
অনুষ্ঠানে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, সিরাজগঞ্জ জেলা আহ্বায়ক নূর হোসেন, নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক রকিবুল ইসলাম সোনাইসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।