দেশজুড়ে

নদীর মাটি ফেলে ফসলি জমি নষ্ট, ৫ দাবিতে সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধি

পাবনা ইছামতি নদীর মাটি ফেলে নদীর দুইপারের ফসলি জমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে পাবনার আতাইকুলা থানার চকউগ্রগড় গ্রামে ইছামতি নদী পাড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, ইছামতি নদী পুনরুজ্জীবন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম বহির্ভূতভাবে নদী থেকে উত্তোলিত মাটি ব্যক্তিমালিকানাধীন জমি ও বাড়ির পাশে ফেলে দিয়েছে। এতে তিন ফসলের জমি ও শতাধিক পরিবারের বসতবাড়ি নষ্ট হয়েছে।

তারা জানান, সেনাবাহিনীর তত্ত্বাবধানে মাটি অপসারণের সময়ও ফসলি জমি ও বাগান ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিবাদ করায় স্থানীয়দের হুমকি ও প্রশাসনিক হয়রানির শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এ সময় ক্ষতিগ্রস্তরা জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও সরকার প্রধানের কাছে জমি ও বসতবাড়ির ক্ষতিপূরণসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন।ক্ষতিপূরণ না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আশরাফুল ইসলাম, আব্দুল মজিদ, অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা মো. আজহার, আব্দুল রশিদ, সোনাই মণ্ডল ও সলিম উদ্দিন বক্তব্য রাখেন।

 আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #পাবনা