সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর হবে।
শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ–ঈশ্বরদী রেলপথের ঘাটিনা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশের উল্লাপাড়া ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঘাটিনা সেতু এলাকায় পৌঁছালে ছাদে থাকা এক কিশোর নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উল্লাপাড়ার কাওয়াক মোড় এলাকায় উপজেলা হাসপাতালে নিয়ে যায়। তার শারীরিক অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
ওসি দুলাল হোসেন আরও জানান, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
আই/এ