সিলেটের মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (০৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে মোগলাবাজার স্টেশনের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনের কয়েকটি বগি আংশিকভাবে উলটে পড়ে।
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কুদ্দুস বলেন, ট্রেন উদ্ধারে কাজ চলছে। উদ্ধারকাজ শেষ হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।
এমএ//