আন্তর্জাতিক

এবার শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

আন্তর্জাতিক ডেস্ক

এবারের নোবেল শান্তি পুরস্কার জিতেছেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে নোবেল কমিটি তার নাম ঘোষণা করে। খবর বিবিসি।

চলতি বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বেশ কয়েকজন আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত পুরস্কারটি পেয়েছেন গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে দীর্ঘদিন ধরে লড়াই করা মারিয়া কোরিনা।

বিবিসির খবরে বলা হয়, ২০২৫ সালের শান্তি পুরস্কারের জন্য এবার মোট ৩৩৮টি মনোনয়ন আসে। এর মধ্যে ২৪৪টি ব্যক্তি ও ৯৪টি প্রতিষ্ঠান বা সংগঠন।

গেল বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল জাপানি সংগঠন ‘নিহন হিদানকিও’, যারা হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার শিকারদের প্রতিনিধিত্ব করে আসছে এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে।

ইতিহাসে সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল পেয়েছিলেন ১৭ বছর বয়সী পাকিস্তানের মালালা ইউসুফজাই। অন্যদিকে ৮৬ বছর বয়সে নোবেল জিতে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বিজয়ী হয়েছিলেন জোসেফ রোটব্লাট।

এ পর্যন্ত ৩১টি প্রতিষ্ঠান নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নোবেল