বাংলা কিশোর সাহিত্যের আকাশ থেকে ঝরে পড়ল এক উজ্জ্বল নক্ষত্র। পরপারে পারি জমিয়েছেন তিন গোয়েন্দা সিরিজের কিংবদন্তি লেখক রকিব হাসান। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর, তিনি প্রকাশনীর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনের ছেলে কাজী মায়মুর হোসেনের স্ত্রী।
১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্ম নেওয়া রকিব হাসানের ছোটবেলা কেটেছে ফেনীতে। পড়াশোনা শেষে বিভিন্ন চাকরিতে যুক্ত হলেও, তিনি কখনও অফিসজীবনে স্থির হতে পারেননি। অবশেষে তিনি জীবনের একমাত্র পথ হিসেবে বেছে নেন লেখালেখিকে।
তার সাহিত্য যাত্রা শুরু হয় ছদ্মনামে বই প্রকাশের মাধ্যমে। স্বনামে প্রকাশিত প্রথম বই ছিল ব্রাম স্টোকারের ড্রাকুলা অনুবাদ। এছাড়াও তিনি অনুবাদ করেছেন অ্যারাবিয়ান নাইটস ও এডগার রাইস বারোজের টারজান। তবে তিনি সবচেয়ে খ্যাতি পেয়েছেন ছোটদের জন্য লেখা গল্পে।
তিন গোয়েন্দা সিরিজ ছাড়াও তিনি লিখেছেন তিন বন্ধু ও গোয়েন্দা কিশোর মুসা রবিন সিরিজ। তার তিন গোয়েন্দা সিরিজের বইয়ের সংখ্যা ১৬০, আর অনুবাদ করেছেন ৩০টি বই। রকিব হাসান আমাদের কল্পনার জগতে রেখে গেছেন এক অম্লান ছাপ, যা কিশোরদের দুনিয়াকে চিরকাল উজ্জ্বল রাখবে।
এসি//