‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’-এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। এবারের তালিকা থেকে তিনজনের নাম বাদ দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ এবং সেলিম মোরশেদ।
বুধবার (২৯ জানুয়ারি) বাংলা একাডেমি তাদের ফেসবুক পেজের মাধ্যমেরাত সাড়ে ১২টার দিকে এই তথ্য প্রকাশ করে।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের বরাত দিয়ে জানানো হয়, বুধবার অনুষ্ঠিত নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা সভায় স্থগিত পুরস্কারপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হয়েছে।
চূড়ান্ত ঘোষণা অনুযায়ী, এবছর কবিতা বিভাগে মাসুদ খান, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞান বিভাগে রেজাউর রহমান এবং ফোকলোর বিভাগে সৈয়দ জামিল আহমেদকে পুরস্কার প্রদান করা হবে।
এসি//