জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করেছেন বিএনপি, জামায়াত ও গণঅধিকারসহ ২৫ টি রাজনৈতিক দলের নেতারা। সবার শেষে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে সনদে স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল পাঁচটার পরে জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিয়ে তারা সই করেন।
স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেয়া দলগুলোর দুইজন করে প্রতিনিধি সনদে স্বাক্ষর করেছেন। এর মধ্যে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবং জামায়াতের পক্ষে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের স্বাক্ষর করেন।
সবার শেষে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।পরে তিনি স্বাক্ষরপত্রটি দেশবাসীর উদ্দেশ্যে উচু করে তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই সনদ স্বাক্ষরের ফলে বাংলাদেশের এক নতুন জন্ম হয়েছে এবং গণঅভ্যুত্থানের কারণেই এই পরিবর্তন সম্ভব হয়েছে। এই সনদকে অভ্যুত্থানের ‘দ্বিতীয় অংশ’ হিসেবে উল্ল্যেখ করেন তিনি।
অভ্যুত্থান সফলের পেছনে আত্মত্যাগকারীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, আজকে এই দিনটি যে পেলাম, এটা মহান দিন। এটার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে। এমন একটি দিন সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় যেটা পাঠ্যপুস্তকে থাকবে, সেটার ক্লাসরুমে আলোচনা হবে। রাজনৈতিকবিদদের মধ্যে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে। কোনটা ঠিক, কোনটা বেঠিক, তারা কী বলল, আমরা কী চাই। তারা সেটা পারে কিনা, সেটা চেষ্টা করে দেখবে তাদের দেশে এটা সম্ভব কিনা। যেই উদাহরণ আমাদের দেশের রাজনৈতিকবৃন্দ সৃষ্টি করেছেন, সেটা দেশের জন্য তো বটেই, সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে।
এদিকে জুলাই সনদ তৈরিতে আলোচনায় ৩৩টি রাজনৈতিক দল অংশ নিলেও এই অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি বামপন্থী দল অংশ নেয়নি।
আই/এ