রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে আনুষ্ঠানিক আলোচনায় বসেছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) করমর্দন ও যৌথ ছবি তোলার পর দুই নেতা বৈঠক শুরু করেন।
এর আগে গতকাল তারা এক অনানুষ্ঠানিক বৈঠকে পারস্পরিক স্বার্থের নানা বিষয়ে আলোচনা করেন। এবার দুই দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে মূল বৈঠক চলছে।
ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথমবার ভারত সফরে আসলেন পুতিন। তাকে স্বাগত জানাতে মোদি প্রটোকল ভেঙে বিমানবন্দরে যান এবং পুতিনকে আলিঙ্গন করে নিজের গাড়িতে তুলে নেন।
দুই দিনের এ সফরে রাশিয়ার জ্যেষ্ঠ মন্ত্রী ও বড় ব্যবসায়িক প্রতিনিধি দলও রয়েছে। জ্বালানি ও প্রতিরক্ষার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোই আলোচনার প্রধান লক্ষ্য।
এসএইচ//