নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, নির্বাচন আয়োজনের প্রস্তুতি পুরো মাত্রায় থাকলেও তপশিল কবে ঘোষণা হবে- সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আজ সকাল সাড়ে ১১টা থেকে (শনিবার) আমরা নির্বাচনের প্রস্তুতির বিষয়ে আয়োজিত মিটিংয়ে ছিলাম।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা জানান।
ইসি সচিব বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করি, সঠিক তথ্যটা দেন। নির্বাচন নিয়ে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকবেন। নিশ্চয়ই নির্বাচনের ব্যাপারে জোর প্রস্তুতি চলছে।’
নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল কবে হবে—তা নির্ধারণে আগামীকাল ৭ ডিসেম্বর বৈঠকে বসবে ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে ১০-তম কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আলোচ্যসূচিতে নির্বাচনের তফসিল ঘোষণাও রাখা হয়েছে।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে।
আই/এ