অর্থনীতি

আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ মোবাইল দোকান

ছবি: ফাইল ছবি

দেশজুড়ে মোবাইল ব্যবসায়ীরা আজ রবিবার (৭ ডিসেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য দোকান বন্ধের সিদ্ধান্ত কার্যকর করেছেন। সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ, মোবাইল আমদানির সুযোগ উন্মুক্ত করা এবং ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) নীতি পুনর্বিবেচনার দাবিতে এ কর্মসূচি শুরু হয়েছে।

গতকাল শনিবার বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি (এমবিসিবি) এ সিদ্ধান্ত জানায়। সংগঠনটি জানিয়েছে, দাবি না মানলে তারা শিগগিরই রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয় ঘেরাও করবে।

সংগঠনের সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস বলেন, আজ সকাল থেকেই দেশজুড়ে দোকান বন্ধ থাকবে। পাশাপাশি সাধারণ ব্যবসায়ীরা বিটিআরসি অফিসের সামনে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন।

এমবিসিবি জানায়, বর্তমান এনইআইআর নীতিমালা কার্যকর হলে লাখো ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ক্ষতির মুখে পড়বেন। ব্যবসায়ীদের দাবি, এ নিয়ম কেবলমাত্র একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেবে এবং করের বোঝা বাড়ায় গ্রাহকদের জন্য মোবাইল ফোন আরও দামী হয়ে উঠবে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #এনইআইআর #মোবাইল #মোবাইল ব্যবসায়ী