ক্যাম্পাস

সচিবালয়ে ডাকসু প্রতিনিধি দল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলির ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) একটি প্রতিনিধি দল।  ডাকসু ভিপি সাদিক কায়েম প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ডাকসু ভবনের সামনে থেকে একটি মিছিল বের হয়।  মিছিলটি ডাকসু ভবন থেকে টিএসসি হয়ে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। পরে একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে সচিবালয়ে প্রবেশ করে।

এর আগে শিক্ষা ভবনের সামনে মিছিলটি পৌছালে তাতে বাঁধা দেয় পুলিশ। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ভিপি সাদিক কায়েম বলেন, যারা ওসমান হাদিকে হামলা করেছে, যারা পরিকল্পনায় ছিল সবাইকে গ্রেপ্তার করতে হবে। নিষিদ্ধ লীগের নেতাদের গ্রেপ্তার করতে হবে। সময় বেধে দেয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, এর মধ্যে পদক্ষেপ না নিলে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়া হবে।

মিছিল চলাকালে আন্দোলনকারীরাসুশীলতার দিন শেষ, জবাব চায় বাংলাদেশ’, ‘এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি রাজপথে’, ‘আমরা সবাই হাদি হবো, হাদির মুখে কথা কবোসহ বিভিন্ন স্লোগান দেনএছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টাকে কটাক্ষ করে স্লোগানও দেন তারা।

আন্দোলনকারীদের দাবি শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তার, দেশব্যাপী অভিযান চালিয়ে সব অবৈধ অস্ত্র উদ্ধার ও নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সচিবালয় #ডাকসু