অপরাধ

হাদি হত্যাচেষ্টা মামলায় ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত শুটার ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেপ্তার গ্রেপ্তার হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, উসমান হাদি হত্যা চেষ্টা মামলার তদন্তের অংশ হিসেবে ফয়সালের নিকটতম সহযোগী কবিরকে আটক করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত কবিরকে নারায়ণগঞ্জ এলাকা থেকে ধরা হয়। তিনি শুটার ফয়সালের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।

শরীফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অভ্যুত্থান-প্রেরিত সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র। পাশাপাশি তিনি ঢাকার ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে নিয়মিত গণসংযোগ চালিয়ে আসছিলেন তিনি।

গত ১২ ডিসেম্বর, জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালানো হয়। মোটরসাইকেলে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা হাদির মাথায় গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হামলাকারীদের একজন হিসেবে সন্দেহভাজন ফয়সাল করিম ঘটনার আগে কিছুদিন ধরে হাদির নির্বাচনী প্রচারণার সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশ তাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে জনসাধারণের কাছে তথ্য চেয়েছে। জানা গেছে, ফয়সাল করিম নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর এলাকার সাবেক নেতা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ওসমান হাদি #র‍্যাব