আন্তর্জাতিক

ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেন সিনেটের অনুমোদন পেয়েছেন। তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) লিংকডইনে দেওয়া এক পোস্টে ক্রিস্টেনসেন জানান, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদন পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন এবং এ জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন।

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত #ঢাকা #ব্রেন্ট ক্রিস্টেনসেন