রাজধানী

হাদি হত্যা মামলার আসামি ফয়সালের ভিডিও পরীক্ষা-নিরীক্ষা করছে পুলিশ: ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে নিজের ভূমিকা নিয়ে ভিডিও বার্তা প্রকাশ করেছে মামলার মূল আসামি ফয়সাল করিম। প্রকাশিত দুটি ভিডিও বর্তমানে যাচাই-বাছাই করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (০৩ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ভিডিও বার্তা সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, সংশ্লিষ্ট ভিডিও পুলিশের হাতে এসেছে এবং সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। প্রক্রিয়া শেষ হলে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তিনি বলেন,  তদন্তের স্বার্থে আপাতত এর বেশি কিছু আর বলা যাবেনা।

এ সময় আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন সাজ্জাত আলী। তিনি জানান, জানুয়ারির শেষের দিকে নির্বাচনী প্রচার শুরু হতে পারে, যা আইনশৃঙ্খলার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

তবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে আগামী ৪০ দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা গেলে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রার্থীদের নিরাপত্তা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, স্পেশাল ব্রাঞ্চের মাধ্যমে ঝুঁকি মূল্যায়নের পর প্রয়োজন অনুযায়ী গানম্যান দেওয়া হচ্ছে। ইতোমধ্যে কয়েকজন প্রার্থী ও নির্বাচন কমিশনারদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঢাকার রাজপথে বারবার অবরোধ ও জনদুর্ভোগ নিয়েও উদ্বেগ জানিয়ে তিনি বলেন, বিভিন্ন দাবিতে সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষ ও রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন—এই প্রবণতা থেকে বেরিয়ে আসা জরুরি।

সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনের সময় পুলিশের কোনো ভুল থাকলে তা তুলে ধরতে হবে। পুলিশের সঙ্গে গণমাধ্যমের সুদৃঢ় সহযোগিতা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #হাদি #হাদি হত্যা #হাদি হত্যা মামলা #ফয়সাল