রাজধানী ঢাকায় শীতের প্রভাব আরও জোরালো হয়েছে। আজ রোববার (০৪ জানুয়ারি) সকালে শহরের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা গেছে। তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১২ ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা থাকতে পারে।
রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথম ভাগে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, তবে কুয়াশার প্রভাব বজায় থাকতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের দিকে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২ দশমিক ৩ ডিগ্রিতে। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা পর্যন্ত সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নৌযান চলাচল এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।
এমএ//