বিনোদন

ভেনেজুয়েলাকে ঘিরে ওয়েব সিরিজের ভবিষ্যদ্বাণী, রূপ নিল বাস্তবে!

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

অনেক সময় কল্পকাহিনী বাস্তব ঘটনাকেও ছাপিয়ে যায়। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জ্যাক রায়ান’–এর একটি দৃশ্য ঘিরে ঠিক এমনই বিস্ময় ছড়িয়েছে নেটদুনিয়ায়। ২০১৯ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া সিরিজটির দ্বিতীয় সিজনের একটি সংলাপ নতুন করে আলোচনায় এসেছে।

সিরিজে জন ক্রাসিনস্কি অভিনীত চরিত্র জ্যাক রায়ান একদল সিআইএ কর্মকর্তাকে প্রশ্ন করেন—বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সবচেয়ে বড় হুমকি কোন দেশ। জবাবে এক কর্মকর্তা রাশিয়ার নাম উল্লেখ করেন। এরপর চীনের কথাও উঠে আসে। তখন জ্যাক রায়ান প্রশ্ন তোলেন, ভেনেজুয়েলার কথা কি কেউ ভাবছে? তিনি বলেন, বিপুল তেল, স্বর্ণ ও খনিজ সম্পদ থাকা সত্ত্বেও ভেনেজুয়েলা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে, যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠবে।

এই কাল্পনিক সংলাপের সঙ্গে বাস্তব ঘটনার মিল দেখে বিস্মিত নেটিজেনরা। কারণ, ৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেন। এরপর ‘এখন থেকে আমেরিকা ভেনেজুয়েলা চালাবে’-এমন মন্তব্যের সঙ্গে সিরিজের ঘটনার আশ্চর্য মিল খুঁজে পাচ্ছেন অনেকেই।

এ বিষয়ে সিরিজটির সহ-নির্মাতা কার্লটন কিউস জানান, তাদের উদ্দেশ্য ছিল একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক থ্রিলার তৈরি করা, ভবিষ্যৎ সম্পর্কে কোনো পূর্বাভাস দেয়া নয়। তবে তিনি স্বীকার করেন, বাস্তব ভূ-রাজনীতি অনেক সময় কল্পনাকেও হার মানিয়ে দেয়।

 

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ওয়েব সিরিজ #জ্যাক রায়ান #অ্যামাজন প্রাইম #ভেনেজুয়েলা #যুক্তরাষ্ট্র